আফগান আর সন্ত্রাসের কেন্দ্র হবে না : ওবামা

obmবিশ্বের সামনে শান্তির এক আশ্বাসবাণী শোনালেন বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানিয়েছেন, আর কোনো সন্ত্রাসী হামলার উৎস হবে না আফগানিস্তান। তার এ আশ্বাস রক্তাক্ত আফগানস্থানের তথা সারাবিশ্বের জন্য নিঃসন্দেহে শান্তির সুবাতাস বইয়ে দেয়ার মতো খবর।
আর এ খবর তিনি জানালেন মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে। কাবুলে মার্কিন সেনা অভিযানের সমাপ্তি ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে তিনি এ কথা জানালেন।
ক্রিসমাস উপলক্ষে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন মেরিন সেনাদের উদ্দেশে দেয়া বিবৃতিতে ওবামা বলেছেন, ১৩ বছর ধরে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একটানা লড়াই করে আসছি। আগামী সপ্তাহে আমরা আফগানিস্তানে সেনা অভিযানের সমাপ্তি ঘোষণা করতে চলেছে।’
তিনি জানান, তবে কিছু সেনাবাহিনী আফগানিস্তানের সাধারণ মানুষদের স্বার্থে ২০১৬ এর শেষ পর্যন্ত সেখানে থেকে যাবে। মার্কিন সেনাদের আত্মত্যাগের কারণে আফগানিস্তান আর কখনোই সন্ত্রাসী হামলার কেন্দ্র হবে না। তাদের এ আত্মত্যাগ আমেরিকাবাসী কখনো ভুলবে না বলেও মন্তব্য করেছেন ওবামা।
সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন, আমেরিকান সেনাবাহিনীর অসাধারণ ভূমিকার ফলে আফগানরা এখন নিজেদের দেশটি পুনগর্ঠন করতে শুরু করেছে। বর্তমানে শীতাবকাশ কাটাতে প্রেসিডেন্ট পরিবার সহ হাওয়াই দ্বীপপুঞ্জে রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*