‘২৬ জানুয়ারি তৈরি থাকুন’, বিস্ফোরণের আগাম হুমকি

hmkবিস্ফোরণের আগাম হুমকি সহ জঙ্গি-চিঠি পেলেন ভারতের রাজস্থানের ১৬ জন মন্ত্রী। খবরে প্রকাশ, রাজস্থানের ১০ ক্যাবিনেট মন্ত্রী ও ৬ জন রাষ্ট্রমন্ত্রীর সরকারি ই-মেলে শুক্রবার হুমকি চিঠি আসে। অভিযোগ, চিঠি পাঠানো হয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের তরফ থেকে। চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ জানুয়ারি জঙ্গিরা নাশকতামূলক হামলা চালাবে।
এই চিঠি পেয়েই নড়েচড়ে বসে বসুন্ধরা রাজে প্রশাসন। রাজস্থান পুলিশের ডিজিপি ওমেন্দ্র ভরদ্বাজ জানান, তারা চিঠির সত্যাসত্য যাচাই করছেন। একইসঙ্গে রাজ্য পুলিশের সন্ত্রাস-দমন শাখা বা এটিএস জানার চেষ্টা চালাচ্ছে যে চিঠিগুলি কোথা থেকে পাঠানো হয়েছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, ‘লিওনাজারদা’ আইডি থেকে পাঠানো ওই চিঠিগুলিতে বলা হয়েছে, ‘আমরা ইন্ডিয়ান মুজাহিদিনের তরফ থেকে জানাচ্ছি, তৈরি থাকুন. আমরা একটি বিগ ব্যাং সারপ্রাইজ দেব। রাজস্থানে অনেকগুলি বিস্ফোরণ হবে এবং তা ঘটবে ২৬ জানুয়ারির দিন।’
রাজস্থান প্রশাসন অবশ্য আশ্বস্ত করে জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ভরদ্বাজ জানান, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলবত্ করা হয়েছে রাজ্যজুড়ে। তিনি যোগ করেন, অনেক সময়ই মজা করার জন্য বা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই ধরনের চিঠি পাঠানো হয়ে থাকে। তবে, পুলিশ যে এই হুমকি-চিঠিকে হাল্কাভাবেও নেবে না, তাও সাফ জানিয়েছেন ডিজিপি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*