স্পোর্টস ডেস্ক ।। অস্ট্রেলিয়ার সাথে মাঠের লড়াইয়ে যেন পেরে উঠছেই না। হার যেন তাদের নিয়তি হতে চলছে। এর অাগেই ২ টি টেস্ট হেরেছে ভারত। তৃতীয় টেস্টে জয়ের স্বাধ পেতে চায় পেতে চায় তারা। কিন্তু প্রথম দুই দিনেই অসিরা এগিয়ে আছে ভারতের চেয়ে। তাই একটি বিশেষ কৌশল তো তাদের নিতেই হবে!
আবারও মনস্তাত্ত্বিকের শরণাপন্ন হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ সান্ডি জর্ডানের সান্নিধ্য নেবে ধোনির দল।
২০০৩ সালেও সৌরভ গাঙ্গুলীর ভারতকে মানসিক দৃঢ়তা বাড়াতে সহযোগিতা করেছিলেন জর্ডান। তাতে উপকারও পেয়েছিল ভারত।
জয়ের মঞ্চ তৈরি করেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম টেস্ট হারে ভারত। ম্যাচ শেষে ভারতের হারের কারণটাও স্পষ্টভাবে ফুটে উঠে। একপর্যায়ে মনঃসংযোগ হারিয়ে ফেলায় ম্যাচ হারের স্বাদ পায় টিম ইন্ডিয়া।
ভারতীয় খেলোয়াড়দের ভাগ্য ফেরাতে দলটির টিম ম্যানেজমেন্টই নিয়েছে এ সিদ্ধান্ত। মেলবোর্ন টেস্ট চলাকালীনই খেলোয়াড়দের সাথে কাজ করবেন মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ জর্ডান। সিএনএন-আইবিএন