চুড়াইবাড়ী প্রতিনিধি, ২৭ ডিসেম্বর ।। শনিবার রাজ্যে জাল টাকা সহ আরও একটি যুবক আটক হল চূড়াইবাড়ি থানাধীন নয়াপাড়ায়। ধটনার বিবরণে জানাযায়, শনিবার বিকেল ৩টা নাগাদ চূড়াইবাড়ি থানাধীন লক্ষীনগর ৪নং ওয়ার্ডের বাসিন্দা রাজেস দেবনাথ (১৯) পিতা সত্যেন্দ্র দেবনাথ ৫০০ টাকার নোটের ১৪ হাজার টাকা নিয়ে শহরের নয়াপাড়ায় একটি গ্যারেজে আসে পুরাতন একটি মোটর বাইক কেনার উদ্দ্যেশে। তখন গ্যারেজ মালিকের নোট গুলি দেখে সন্দেহ হলে ধর্মনগর থানায় জানায়, সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাতে নাতে ধরে ফেলে জাল নোট সহ সেই যুবক কে। বর্তমানে সে ধর্মনগর থানায় আটক রয়েছে।