অন্যান্য টেলিকম সংস্থাকে টক্কর দিতে মাঠে নামল BSNL, মাত্র 96 টাকায় প্রতিদিন দেবে ১০ GB ডেটা

images (6)তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ১১ ফেব্রুয়ারি || জল্পনার অবসান ঘটিয়ে 4G চালু করল বি এস এন এল সংস্থা। এবার BSNL টক্করের মুখে ফলছে জিও, এয়ারটেল , ভোডাফোনের মত জনপ্রিয় টেলিকম সংস্থা গুলিকে। জানা যায়, বি এস এন এল’র দুটি প্লান হল ৯৬ ও ২৩৬ টাকার।দুটি প্লানেই ১০ জিবি দৈনিক ব্যবহারের ডেটা সহ যথাক্রমে ২৮ দিন এবং ৮৪ দিনের মেয়াদ নিয়ে আসে। বি এস এন এল’র ৯৬ টাকার প্লানটি ২৪০ জিবি  ৪ জি ডেটা সরবরাহ করবে ২৮ দিনের জন্য। অপর দিকে ২৩৬ টাকার প্ল্যানটি ২,৩৬০ জিবি ডেটা সুবিধা দেবে। জানা যায়, আগামী এপ্রিল মাসের মধ্যে BSNL এর তরফ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে BSNL 4G পরিষেবা চালু হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*