চাকুরি প্রার্থীদের জন্য সুখবর, ১৪১২ জন হেড কনস্টেবল নিয়োগ হচ্ছে CRPF-এ

CRPF-Head-Constable-Recruitment-2020-Out-1412-Vacanciesতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি ৷। উচ্চমাধ্যমিক পাশ করা চাকুরি প্রার্থীদের জন্য সুখবর। ১৪১২ জন হেড কনস্টেবল নিয়োগ হতে চলেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এ । অনলাইন আবেদনের শেষ তারিখ হল ৬ই মার্চ ২০২০। গোটা ভারতের বিভিন্ন অঞ্চলেই হবে পোস্টিং। বেতন স্কেল হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। ১লা আগস্ট ২০১৯ তারিখের হিসাবে সর্বোচ্চ বয়স হতে পারে ৩২ বছর। জানা যায়, কোনো আবেদন মূল্য লাগবে না।
 
একনজরেঃ
সংস্থার নাম: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)।
পদের নাম: হেড কনস্টেবল।
অনলাইন আবেদনের শেষ তারিখ: ৬ই মার্চ ২০২০।
কাজের অবস্থান: গোটা ভারতের বিভিন্ন অঞ্চল।
বেতন স্কেল: ২৫ হাজার ৫০০ থেকে ৮১ হাজার ১০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ।
বয়সসীমা: ১লা আগস্ট ২০১৯ তারিখের হিসাবে ৩২ বছর।
বাছাই প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, শারিরিক পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা।
আবেদন ফি: কোনো আবেদন মূল্য লাগবে না।
 
আবেদনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কিছু তথ্যঃ
নতুন আবেদনকারীদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রার করে নিতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এক্ষেত্রে আপনাকে জানাতে হবে আপনার প্রাথমিক তথ্য। এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি দিন। এই তথ্যগুলি যত্ন করে কোথাও লিখে রাখুন। সংশ্লিষ্ট নথি আপলোড করুন। ভবিষ্যতের ব্যবহারের জন্য একটি প্রিন্ট আউট রাখতে পারেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*