কলকাতা, ২৮ ডিসেম্বর ।। ফের নেট দুনিয়ায় প্রতারণার শিকার হলেন এক বাঙালি। মার্কিন মুলুকে মোটা অঙ্কের মাইনের চাকরির হাতছানির ডাকে তিনি সাড়া দিয়েছিলেন। আর তাই পড়লেন জালিয়াতদের খপ্পরে।
ভাগ্য ফেরাতে তিনি পাড়ি জমাতে চেয়েছিলেন পশ্চিমাদেশে। তাই ই-মেলে পাঠানো ফাঁদে অনেকটা নিজ থেকে এগিয়েই পা দিলেন তিনি। আর তাতেই শিকার হলেন জালিয়াতির।
জালিয়াতদের খপ্পরে পড়া বাঙালি কলকাতার এক ইঞ্জিনিয়ার। না বুঝে প্রতারণার মধ্যে পড়ে খোয়ালেন আট লাখ ২১৭ টাকা। এ ঘটনার তদন্তে নেমে হিমশিম অবস্থা লালবাজারের সাইবার সেলের গোয়েন্দাদের।
দু’মাস আগে মার্কিন মুলুকে চাকরির প্রস্তাবসহ এক ই-মেল আসে কলকাতার অনির্বাণ রায়চৌধুরীর কাছে। সেই সঙ্গে নামকরা এক বহুজাতিক সংস্থার অফার লেটার।
ই-মেলের জবাব দেয়ার পরই শুরু হয়ে যায় ফোনে ফোনে যোগাযোগ। এরপর দফায় দফায় টাকা চেয়ে পাঠানো হয় অনির্বাণ রায়চৌধুরীর কাছে।
আর তিনিও স্বপ্নের হাতছানিতে টাকা পাঠাতেন। আর শেষমেষ ধরা খেয়ে এখন হাড়ে হাড়ে বুঝছেন, মরুচিকার পেছনে ছুটেছেন তিনি। আরো একটু জেনে-বুঝে এরপর তার উচিত ছিল ও পথে পা বাড়ানো।