তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি ৷। তেজস যুদ্ধ বিমান কিনতে চলেছে বায়ুসেনা। জানা যায়, অ্যারোনটিকস লিমিটেডের (হ্যাল) কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারত। মোট ৩৯,০০০ কোটি টাকার চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এই চুক্তির জন্য প্রথমিকভবে ৫৬ হাজার ৫০০ কোটি টাকা দাবি করে হ্যাল বলে জানা যায়। দেশীয় বাজারে এটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি বলে সুত্রের খবর। এক বছর ধরে বায়ুসেনার সঙ্গে হ্যাল কর্তৃপক্ষের দর কষাকষি চলছিলো। আর তারপরেই ৩৯,০০০ কোটিতে তা নামানো হয়। বায়ুসেনার জরাগ্রস্ত মিগ-২১ বিমানগুলির জায়গা নেবে তেজস।