রাঁচি, ২৮ ডিসেম্বর ।। ঝাড়খণ্ডের প্রথম অনুপজাতি মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিলেন বিজেপি নেতা রঘুবর দাস। এদিন শহরের একটি ফুটবল মাঠে উপস্থিত সমর্থকদের সামনে রাজ্যপাল সইদ আহমেদ তাঁকে শপথবাক্য পাঠ করান। একইসঙ্গে শপথ নিলেন চার পূর্ণমন্ত্রীও। এঁদের মধ্যে তিনজন বিজেপির ও একজন সহযোগী দল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ)-এর। তিন বিজেপি মন্ত্রীরা হলেন নীলকণ্ঠ সিংহ মুন্ডা, সিপি সিংহ ও লুই মারান্ডি। বস্তুত, দুমকা বিধানসভা কেন্দ্রে সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হারিয়ে জয়ী হন মারান্ডি। অন্যদিকে, এজেএসইউ-র তরফ থেকে চন্দ্রপ্রকাশ চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেন।
উপস্থিত থাকার কথা থাকলেও রাজধানীর আকাশ জুড়ে ঘন কুয়াশার চাদর থাকার জন্য বিমান বাতিল হওয়ায় রঘুবরের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যদিও, এদিন টুইট করে রঘুবরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, উপস্থিত ছিলেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী রামন সিংহ, ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ। উল্লেখ্য, ঝাড়খণ্ড গঠন ইস্তক প্রথমবার কোনও অনুপজাতি নেতা মুখ্যমন্ত্রী হলেন। রঘুবরের আগে রাজ্যে মুখ্যমমন্ত্রিত্ব সামলেছেন ৯ জন—সকলেই উপজাতি সম্প্রদায়ভূক্ত ছিলেন। পাঁচবারের বিধায়ক দাসকে শুক্রবারই সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল।