বেঙ্গালুরু, ২৮ ডিসেম্বর ।। উত্সবের মরসুমেই বিস্ফোরণে কেঁপে উঠল বেঙ্গালুরু। আজ রাত সাড়ে আটটা নাগাদ বেঙ্গালুরুর চার্চ রোডের একটি রেস্তোরাঁর সামনে হঠাতই বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হয়েছেন দুজন। আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে যায় পুলিস।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিস্ফোরণে IED ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণ কম তীব্রতার ছিল বলেই মনে করছে পুলিস। ইতিমধ্যেই অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পৌছেছে ডগ স্কোয়াড। শহরজুড়ে জারি হয়েছে সতর্কতা। শহরের রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিস বাহিনী। ধারাবাহিক বিস্ফোরণের আশঙ্কাও বাদ দিচ্ছে না প্রশাসন।