নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ।। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের সাধারন মানুষ। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানীসহ গোটা রাজ্য। হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা মৃদু শৈত প্রবাহ ও হিমেল হাওয়া বইছে। কনকনে শীতে সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। বিশেষ করে শ্রমজীবি মানষের বেড়েছে চরম দূর্দশা। ঠান্ডার কারণে বের হতে পারছেন না তারা ঘরের বাইরে। শীত ও তীব্র শৈত্য প্রবাহে নাকাল হয়ে পড়েছে হতদরিদ্র-ছিন্নমূল মানুষ। হিমেল বাতাসের ঝাপ্টায় চরম দূর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। গত কয়েক দিন ধরে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। আকস্মিক শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে বস্ত্রহীন ছিন্নমূল মানুষেরা শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে। শীতের এই তীব্রতা অব্যাহত থাকলে এসব দরিদ্র মানুষের জীবন আরো দুর্বিসহ হয়ে উঠতে পারে বলে আশকা করছে আবহাওয়াবিদরা।