বিশ্বের সবচেয়ে কমনীয় যুবতীর খেতাব পেলেন রাশিয়ান নারী। তার বিভিন্ন কৌশল দেখলে মনে হবে তিনি যেন রাবারের তৈরি মেয়ে।
সম্প্রতি আঁটসাঁট সোনালি জামা পরে নানা নাটকীয়রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। তার ২০১৫ সালের বার্ষিক ক্যালেন্ডারে প্রকাশিত এসব ছবি রীতিমতো আলোড়ন তুলেছে।
এই বিস্ময়কর নারী হচ্ছে রাশিয়ায় জন্ম নেয়া জাতা। নমনীয় শরীরের নৈপুণ্যের কারণে নানা বিশ্ব রেকর্ড ইতিমধ্যে তিনি ঝুলিতে পুরেছেন। আর তাকেই বলা হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে নমনীয় নারী।
তার সোনালী পোশাক পড়া কৌশল দেখলে অনেকেই মনে করতে পারেন এটি কোন ভাস্কর্য। কিন্তু আসলে ভাস্কর্য নয় এটি একটি কৌশল।
মোড়ানো পা দুটি মাথার ওপর ঝুলিয়ে হাতে ভর দিয়ে থাকা, দাঁড়ানো অবস্থায় মাথাটাকে দুই হাঁটুর মাঝখানে নামিয়ে আনা, সাপের মতো গোটা শরীরকে কুঞ্চিত করে রাখাসহ তার নানা চমকলাগা দেহভঙ্গি ভাষায় বর্ণনা করা মুশকিল। ছবিই বলে দেয় সব কথা। অঙ্গভঙ্গির শৈল্পিক উপস্থাপনার স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন নানা পুরস্কার। সঙ্গে ভক্তদের শুভেচ্ছা আর উচ্ছ্বাস তো আছেই।
২৮ বছর বয়সী জাতার আসল নাম জুলিয়া গোয়েন্থেল। চার বছর বয়স থেকেই তিনি এসব অঙ্গভঙ্গির চর্চা করে আসছেন। পাঁচ ফুট আট ইঞ্চি দীর্ঘ সাবেক এ ব্যায়ামবিদ বর্তমানে জার্মানিতে বসবাস করছেন।
আর শরীরের নমনীয়তা ঠিক রাখতে চালিয়ে যাচ্ছেন নিয়মিত শরীরচর্চা। নিজের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে জুলিয়া বলেছেন, ‘আমার সঙ্গেই থাকুন। আসছে বছর আপনাদের জন্য থাকছে নতুন চমক।’
সূত্র: মেইল অনলাইন।