পর্ণোগ্রাফির অভিযোগে চীনে প্রায় ৩০ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। ড্রাগ পাচার ও পর্ণোগ্রাফির সঙ্গে যুক্ত থাকার অপরাধে এদের গ্রেপ্তার করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।
দ্য চায়না টাইমস জানায়, এদের মধ্যে বেশিরভাগই পর্ণোগ্রাফির সঙ্গে যুক্ত।
চীনের পুলিশ অফিসাররা জানিয়েছেন, গত দু’মাস ধরে অভিযান চালাচ্ছিলেন তাঁরা। হুইঝু শহরে পুলিশ জুয়ার সঙ্গে চীনের জাতীয় মুদ্রায় ৩০ কোটি ইউরান উদ্ধার করা হয়।
ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা রুখতে এপ্রিল মাস থেকে ‘অ্যান্টি পর্ণোগ্রাফি’ অভিযান শুরু হয়েছে। তৈরি হয়েছে একটি নজরদারি কমিটিও।
এই কমিটিই গত দু’মাস ধরে পর্ণো সাইটের দফতরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সবাইকে।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকেই চীনে জুয়া খেলা নিষিদ্ধ।