হাসতে গিয়ে হুজ্জুতি – বলাকার দৌলতে বদনাম রবীন্দ্র শতবার্ষিকী ভবনের

balakaদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ ডিসেম্বর ।। হাসি, ঠাট্টা, গল্প গুজবে দিন কাটানোর দৃশ্য প্রায় বিলীন ব্যস্ত পৃথিবীতে। গাটের পয়সা খরচ করেও আজকাল মানুষ হাসির অনুষ্ঠানে যাচ্ছেন ক্ষনিকের নির্মল আনন্দের আসায়। রবিবার, রবিন্দ্র শতবার্ষিকী ভবনে বলাকা প্রডাকশনের হাসির অনুষ্ঠানে গিয়ে মানুষ নাকাল হয়েছেন। মুক্ত ধারায় আবু হেনা রনির নাম প্রচার করে ১০০ টাকা করে টিকিট বিক্রি করার পর আবু হেনা না আসায় ক্ষুব্দ মানুষ টাকা ফেরত দিতে বলেন – বলাকা প্রডাকশান কর্তৃপক্ষ রবিন্দ্র শতবার্ষিকী ভবনে আবু হেনা রনির অনুষ্ঠান দেখানোর প্রতিশ্রুতি দেয়। রবিবার, হাসির আনন্দ নিতে গিয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দর্শকরা বিক্ষোভে ফেটে পড়েন – বলাকার বেয়াদপিতে। রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্ত্বরে বলাকা কর্তৃপক্ষ বনাম দর্শকরা তর্ক যুদ্ধে অবতীর্ণ হয় – অনুষ্ঠানের ধিক্কার জানায় মানুষ। আবু হেনা রনি, মিঃ সজলের মত -হাস্যকৌতুক অভিনেতার উপস্থাপনার আকর্ষণে দর্শকরা ভীড় জমালেও অনুষ্ঠান ভেস্তে যাওয়ার যাবতীয় দোষ বলাকা কর্তৃপক্ষ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সাউন্ডের জন্য বকে দায়ী করে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পক্ষে ম্যানেজার তুহিন আইস সাংবাদিকদের বলেন, বলাকা প্রডাকশনকে আগেই বলা হয় ভবনের সাউন্ড সিস্টেম সম্পর্কে। তুহিন আইস আরো বলেন ভবনের নিরাপত্তা রক্ষী টিকিট কালোবাজারী করেছেন – এই অভিযোগ সর্বেব মিথ্যে। বলাকা প্রডাকশানের হাস্য রসের অনুষ্ঠান পুরোপুরি নিরাশ করেছে দর্শকদের – বলেছেন অনেকেই। 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*