দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ ডিসেম্বর ।। ইদানীংকালে শহর থেকে শহরতলীতে সন্দেহজনক মৃত্যুর তালিকায় আরো এক সংযোজন রবিবার লঙ্কামুরায় ২৪ বছর বয়সী কানাইলাল সাহার বীভৎস মৃত্যু। পেশায় স্পাইস জেট বিমান সংস্থার লোডিং আনলোডিং কর্মী কানাইলাল সাহার মৃত্যুর ছবিতে যে কোন মানুষের প্রথমেই সন্দেহ দেখা দেবে এ কি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। লঙ্কামুড়ায় কানাইলাল সাহার মৃত্যু নিয়ে বড় ভাই সোমবার জিবি হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের বলেছেন কানাইয়ের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে দুর্ঘটনায় কানাইয়ের মৃত্যু নিয়ে পুলিশী তদন্তের নিরপেক্ষতার কথা বলেছেন। লঙ্কামুড়ায় উষাবাজারে কানাইলাল সাহার মৃত্যুর সঙ্গে সন্দেহের তালিকায় আপাততঃ সেবক সরকারের নাম উঠে এসেছে। বাইকের মালিক তথা কানাইয়ের বন্ধু সেবকের খোঁজে পুলিশ তার বাড়িতে হানা দিলেও সেবক কে বাড়িতে পায়নি পুলিশ।