দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ ডিসেম্বর ।। সাম্প্রতিক সময়ে বটতলার রাস্তা দখল করে অবৈধ ব্যবসায়ীদের তুলতে বড়সর অভিযান চালিয়েছে পুর নিগম। উচ্ছেদের সঙ্গে সঙ্গেই রাজনীতির অনুপ্রবেশে নতুন শ্লোগান – ‘ভাতের ব্যবস্থা না করে উচ্ছেদ চলবে না’। গোটা বটতলার রাস্তা মোটামুটি দখল মুক্ত, কিন্তু ইদানীং TRTC দেয়ালঘেশে ঠেলায় শীতের ফল, কখনো CD নিয়ে বসে পড়ছে অনেকেই। সোমবার, বটতলা থেকে কামানচৌমূহনী মুখী রাস্তায় ঠেলায় ফল নিয়ে বিক্রেতাদের হটাতে দেখা গেছে নিগমের টাস্ক ফোর্সের কর্মীদের। এ যেন অনেকটা ‘শেষ হইয়াও শেষ হইল না’-র কাহিনী।