নারীদের রক্ষা করবে বিশেষ জিন্স

jins-311x186বারাণসী ।। নারীদের সুরক্ষার জন্য সারা বিশ্ব জুড়ে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজারে এসেছে নানা ধরনের যন্ত্র। যা ব্যবহার করে নিজেদের সুরক্ষা করতে পারেন নারীরা। এবার সেই তালিকায় নতুন সংযোজন ভারতের বারাণসীর দুই মেয়ের আবিষ্কার। বারাণসীর লহুরাবীর এলাকার বসবাসকারী কম্পিউটার সাইন্সের ছাত্রী দীক্ষা পাঠক ও তার বন্ধু ইলেট্রনিক্স কমিউনিকেশনের ছাত্রী অঞ্জলি শ্রীবাস্তব, এক ধরণের জিন্সের আবিষ্কার করেছেন যা রাস্তাঘাটে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করবে।

কীভাবে কাজ করবে এই জিন্স? 
দুই বন্ধু জানিয়েছে, তাদের তৈরি জিন্সটির মধ্যে ওয়াকিটকি ডিভাইস লাগানো রয়েছে। রাস্তাঘাটে যখনই নারীরা কোনো রকম হেনস্তার শিকার হবেন তখন শুধুমাত্র জিন্সটির বোতাম টিপে দিলেই পুলিশ হেল্পলাইন নম্বরে ফোন চলে যাবে। এরপর পুলিশ সহজেই ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে পৌঁছাতে পারবে।
এই দুই বন্ধু আরও জানিয়েছে, এই জিন্সের মধ্যে একটি সেন্সর মাইকও লাগানো রয়েছে। যার কম্পাঙ্ক খুব তাড়াতাড়ি যেতে পারে এক জায়গা থেকে আর এক জায়গায়। এর সার্কিটে মোবাইল চিপও লাগানো হয়েছে। যাতে অত্যন্ত প্রয়োজনীয় কিছু নম্বরও সেট করা যেতে পারে। পরে প্রয়োজনে এর সুইচ টিপলেই সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ফোন চলে যাবে। যতক্ষণ না সে ফোন তুলবে ততক্ষণ ফোন ভাইব্রেশন হয়েই যাবে। সিমের নেটওয়ার্ক চলে গেলেও চিন্তার কিছু নেই। ১০০ নম্বরে ফোন চলে যাবে সহজেই।
শুধু সিম বা ওয়াকিটকি ডিভাইস নয়, জিন্সটির মধ্যে একটি ক্যামেরাও লাগানো রয়েছে। যেটি ডিভাইসের সুইচ টিপলেই আপনা থেকে অন হয়ে অভিযুক্তের ভিডিও রেকর্ড করে নেবে। রেকর্ড হওয়ার পর এই ভিডিওটি আলাদা আলাদা ফাইলের মাধ্যমে সেট করা নম্বরে চলে যাবে নিজে থেকেই।
এই সর্বাধুনিক জিন্সটি বানাতে খরচা হয়েছে মাত্র ২০০ টাকা। তবে এই জিন্স তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন দুই বন্ধু। এছাড়া এই বিশেষ জিন্সটির প্রযুক্তি সংক্রান্ত বিষয়টি নিয়ে আরও গবেষণার পর এটি বাজারে ছাড়া হবে।

FacebookTwitterGoogle+Share