দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ ডিসেম্বর ।। শীত আর মানুষের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে প্রকৃতির বদান্যতায়। শীতের দংশন থেকে মুক্তি পেতে হিম হওয়ার উপক্রম – স্বভাবতই জ্বলন্ত আগুনের পরশে শরীরের উষ্ণতা বৃদ্ধিতে ব্যস্ত মানুষ। শীতকালের শীতের দাপটের হাত থেকে বাঁচতে বিদ্যুৎ দপ্তরে দিব্যি ইলেকট্রিক হিটার লাগিয়ে উষ্ণতা বৃদ্ধির প্রচেষ্টার দৃশ্য দেখা গেছে বড়দোয়ালী বিদ্যুৎ দপ্তরে। সাধারন বিদ্যুৎ গ্রাহকদের জন্য যখন বিদ্যুৎ দপ্তর হুলিয়া জারী করে বিদ্যুৎ অপচয়ের বিজ্ঞাপন দিচ্ছে তখন দপ্তরেই আইনের আদ্যশ্রাদ্ধ হচ্ছে। বড়দোয়ালী বিদ্যুৎ দপ্তরে জ্বলন্ত বৈদ্যুতিক হিটারে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে, আইন ভেঙ্গে এই কাজের খোঁজ নেয়ার প্রয়োজনীয়তা দপ্তর কতদূর পালন করছে তারই সাক্ষ্য বহন করছে এই ছবি। বিদ্যুৎ দপ্তরে বৈদ্যুতিক হিটার জ্বালিয়ে দপ্তরের কর্মীরা শীত তাড়াবেন – তার মাশুল দেবেন সাধারন বিদ্যুৎ গ্রাহক। বিদ্যুৎ অপচয়ের বানী দপ্তরেই মাথা ঠুকে মরছে।