আন্তর্জাতিক ডেস্ক ।। ব্রিটেনে স্বামী বা স্ত্রী একে অপরকে নিয়স্ত্রণের চেষ্টা করলে তা ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হবে। বিট্রেনের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার তারেক চৌধুরী গণমাধ্যমকে জানান, এ আইনের ব্যাপারে এরই মধ্যে কনসালটেশন শেষ হয়েছে।
তিনি আরো বলেন, এ আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। স্বামীর ব্যাংক স্টেটমেন্ট বা ই-মেইল যদি স্ত্রী গোপনে চেক করেন সেটিও এ আইনের আওতায় পড়বে।
ব্রিটেনে বিশেষ করে বিভিন্ন এথনিক মাইনোরিটি কমিউনিটিতে স্বামীর দ্বারা স্ত্রী এবং স্ত্রী কর্তৃক স্বামীকে সরব আর নীরব নিপীড়নের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে।
তাই পরস্পরের প্রাইভেসি রক্ষায় নতুন এ আইন চালু করল দেশটি। এ আইনের মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে গোপনীয়তা থাকবে। কোনো পক্ষ যদি তা ভাঙতে চেষ্টা করে তবে তাকে আইনের ধারা অনুযায়ী কাঠগড়ায় হাজির হতে হবে।