বিগ বসে ঝলক ছাড়বেন ফারাহ

bigতারায়-তারায় ডেস্ক ।। লচ্চিত্র পরিচালক ফারাহ খানকে এবার দেখা যাবে ‘বিগ বস হাল্লা বোল’-এর বিশেষ পর্বে। এই বিশেষ এপিসোড নিয়ে তিনি খুবই আশাবাদী তিনি। দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতার স্বাদও দিতে চান।
গত ১৫ সপ্তাহ ধরে সুপারস্টার সালমান খান সঞ্চালিত ‘বিগ বস ৮’ দর্শকদের জমিয়ে রেখেছিল।
আগামী ৩ জানুয়ারী ঘোষণা করা হবে এই মরশুমের ৫ জন চ্যাম্পিয়নের নাম। ঠিক এরপরের দিন থেকেই শুরু হবে বিগ বসের বিশেষ এপিসোড ‘বিগ বস হাল্লা বোল’। শুধু এই ৫ জন চ্যাম্পিয়নই নয়, আগের মরশুমের বিজয়ীরাও এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
রাহুল মহাজন, সম্ভাবনা শেঠ, আজাজ খান, মাহেক চহল ও আরও এক চ্যালেঞ্জারের মুখোমুখি হবেন এই মরসুমের ৫ জন চ্যাম্পিয়ন। ফারাহ খান জানিয়েছেন, ‘বিগ বস’ তার খুব পছন্দের। রিযালিটি শো’টির সবকিছুই উপভোগ করেন তিনি।
তিনি আরও বলেছেন, সঞ্চালক হিসেবে সলমন খুবই আলাপী ও বুদ্ধিদীপ্ত। সেই ইমেজকে মাথায় রেখেই ফারাহ দর্শকদের আরও নতুন কিছুর অভিজ্ঞতা দিতে চান।তিনি আশাবাদী, দর্শকরা তা নিশ্চয়ই উপভোগ করবেন।
বিগ বস ক্রমশ গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে। তাই বিগ বসের বাড়িতে থাকার জন্যে মুখোমুখি লড়াই হবে চ্যাম্পিয়ন ও চ্যালেঞ্জার দলের। ফাইনালে তাদেরই পাশে থাকবেন ফারাহ। -এবিপি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*