খেলাধুলা ডেস্ক, ৩০ ডিসেম্বর ।। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি টেস্ট জিতে সিরিজ হারের শঙ্কাটা আগেই ঝেড়ে ফেলেছিলো স্বাগতিকরা।
পরে মেলবোর্নে ড্র করে সিরিজ জিতেই গেলো তারা। সিরিজে এখনো একটি ম্যাচ বাকি। জানুয়ারির ছয় তারিখ থেকে মাঠে গড়াবে ম্যাচটি।
মেলবোর্নে জয়ের জন্য ভারতের সামনে ৩৮৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলো অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে ওই রান করাটা প্রায় অসম্ভব ছিলো ভারতের জন্য। শেষ পর্যন্ত অসম্ভবের পথ মাড়ায়নি ভারত।
ধীরে খেলে ১৭৪ রান পর্যন্ত গিয়ছিলো তারা। এর মধ্যেই হারিয়েছিলো ছয় উইকেট। এরপর শেষ হয়ে যায় পঞ্চম দিন। ফলে ড্র হয় ম্যাচ। সিরিজ থেকে ছিটকে যায় ভারত। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যায় স্বাগতিকরা।
এই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন কোহলি। প্রথম ইনিংসে তিনি ১৬৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন। সেঞ্চুরি করেন অজিঙ্কা রাহানেও। পরের ইনিংসেও হাফ সেঞ্চুরি করেন কোহলি।
অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ছিলেন অধিনায়ক। প্রথম ইনিংসে ১৯২ রানের একটি ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন শন মার্শ।