আন্তর্জাতিক ডেস্ক ।। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইচ্ছায় পিছিয়ে গেল একটি বিয়ে! আমন্ত্রণ পর্ব শেষ। হাতে আর মাত্র ৪ দিন। সব কাজ শেষ।
বাকি ছিল ধর্মীয় অনুষ্ঠানের পালা। কিন্তু বাদ সাধলেন বারাক ওবামা। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্টের জন্যই বিয়েটি পিছিয়ে গেল। ওবামা বলে কথা! ভয়ে কাঁচুমাচু বর-কনে। প্রকাশ্যে কিছু বলতেও পারছিলেন না।
বারাক ওবামা বর্তমানে সপরিবারে ছুটি কাটাচ্ছেন হাওয়াইয়ে। ওবামা যে হোটেলে রয়েছেন, সেই হোটেল লাগোয়া একটি গল্ফ কোর্সেই বিয়ের আসর বসাবেন বলে ঠিক করেছিলেন মার্কিন যুবক-যুবতী।
গল্ফ কোর্সটি বুকও করেছিলেন অনেক আগে। রোববারই ছিল বিয়ে। কিন্তু মিঁয়া-বিবির মধ্যে হঠাৎ এসে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।
শনিবার ওবামার ইচ্ছে হয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে গল্ফ খেলবেন। ব্যাস, মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছে। আর কোনো কথা নয়। অতএব বিয়ে বাতিল।
মার্কিন যুগলকে জানিয়ে দেয়া হয়, রোববার প্রেসিডেন্ট গল্ফ খেলবেন। ওইদিন গল্ফ কোর্স ব্যবহার করা যাবে না। অতঃপর বিয়েটওে পিছিয়ে গেল।