স্পোর্টস ডেস্ক, ৩০ ডিসেম্বর ।। মাত্র কয়েকদিন হলো আঙ্গুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ও দলীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। এরই মধ্যে অসিদের বিপক্ষে ২-০ তে সিরিজ হেরেছে ভারত। আর এখনই তাকে নিয়ে কঠোর সমালোচনা। ব্যক্তিগত পারফর্ম ও অধিনায়কত্ব নিয়ে বোমা ফাটালেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি।
টেস্ট,ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরমেটেই ভারতকে নেতৃত্ব দিয়ে আসছেন মহেন্দ্র সিং ধোনি। বিদেশের মাটিতে টেস্টে তার অধীনে ভালো করতে পারছে না টিম ইন্ডিয়া। এভাবে চলতে থাকলে ভিন দেশে নাকি ভারতীয় ক্রিকেটারদের মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে মন্তব্য সৌরভ গাঙ্গুলির।
এক বিবৃতিতে সৌরভ জানান, এটা এমন নয় যে, এই সিরিজে ধোনির অধিনায়কত্ব দেখে এ কথা বলছি। বেশ কিছুদিন ধরেই সে সমস্যায় পড়ছে। টেস্টে ভারতীয় দলের যে রকম পারফরম্যান্স হওয়া উচিত,ধোনি সেই জায়গায় দলটাকে নিয়ে যেতে পারছে না! এর পর কী করবেন, সেটা নির্বাচকদের ব্যাপার। তবু বলছি, অধিনায়ক হিসেবে ধোনি অনেক সময় পেয়েছে। ৬০টির কাছাকাছি টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছে। এই সময়টা মোটেও কম ছিল না।
ধোনি ভালো মানের অধিনায়ক এতে সন্দেহ নেই। ওয়ান ডে ক্রিকেটে তার যা রেকর্ড, তাতে এ কথা বলাই যায়। কিন্তু বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ধোনির পারফরম্যান্স পড়ে গেছে। সিরিজ এখনো শেষ হয়নি। অন্য কিছু ঘটতেও পারে। সেক্ষেত্রে সিরিজ শেষে আমরা অন্য কথা বলার সুযোগ পাব। আশা করি সে নিজেকে বদলাবে। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকেই পছন্দ বলে অভিমত প্রকাশ করেছেন সৌরভ। তিনি মনে করেন, দলকে উজ্জীবিত করতে কোহলিই এখন সময়ের দাবি।
সৌরভ বলেন, আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে কোহলি। দলে ইতিবাচক অধিনায়ক নিয়ে আসা প্রয়োজন। বিশ্বকাপে ধোনি দলকে নেতৃত্ব দেবে। কোহলির ধৈর্য্য দারুণ লাগে। এই মুহুর্তে এটা দলের জন্য খুবই দরকার।
সৌরভ গাঙ্গুলি বলেন,কোহলির ভিতর যা দেখেছি সবই ভালো লাগছে। ও আগামী দিনে অরো ভাল করবে।