বিশ্বজুড়ে পালিত হিরোশিমা নাগাসাকি দিবস

downloadদেবজিৎ চক্রবর্তী, ৬ আগষ্ট ।। ১৯৪৫ সালের ৬ আগষ্ট হিরোশিমা, ৯ই আগষ্ট নাগাসাকিতে আমেরিকা পারমানবিক বোমা নিক্ষেপ করেছিল, যার ফলে পৃথিবীর বুকে মানুষের মৃত্যুর বিভীষিকা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। জাপানের বুকে মারন যজ্ঞের বহুকাল পেরিয়ে গেলেও হিরোশিমা নাগাসাকিতে পারমানবিক বোমার তেজস্ক্রিয়তা রয়েছে, ফলে এখনও মানুষ বয়ে চলেছে ভয়াবহ ঘটনার প্রভাব।
হিরোশিমা নাগাসাকি দিবসে পারমানবিক imagesবোমায় নিহতদের স্মরন করেছে গোটা বিশ্বের মানুষ। মানুষের রক্তে বিভীষিকাময় এমন পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে আহ্বান জানিয়ে নাগাশাকি হিরোশিমায় মৃত্যু হওয়া মানুষদের আত্মার প্রতি সন্মান জানানো হয়েছে।


[ফাইল ছবি]

FacebookTwitterGoogle+Share

Comments are closed.