রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে SFI পালন করেছে ৪৫তম প্রতিষ্ঠা দিবস

sfiদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ ডিসেম্বর ।। বামপন্থী আদর্শে দীক্ষিত ভারতের ছাত্র ফেডারেশান ছাত্র সমাজে দলীয় ভাবাদর্শ প্রচারে কতদূর সার্থক হয়েছে তার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে সংঘটন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র সমাজের সমর্থন আদায়ে সক্ষম হয় কিনা। ১৯৭০ থেকে ২০১৪ – জন্মলগ্নের দীর্ঘ সময় পেরিয়ে SFI ৪৫তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সংঘটনের বিস্তৃতির পাশাপাশি নিশ্চিত ভাবেই বদলে গেছে সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় থেকে বৈশ্যিক বাস্তবতা – SFI কি নিজেদের অপরিহার্যতা আগামী প্রজন্মের ছাত্র সমাজের কাছে যুগোপযোগী করে তুলতে পেরেছে? SFI-র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রশ্নগুলোও সম্পৃক্ত হয়ে পড়েছে। SFI-র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘটনের পূর্বসুরীদের উদ্দেশ্যে সহীদ বেদীতে মাল্যদানের মধ্য হিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। মেলারমাঠে SFI-র তরফে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*