CPI(M)-র ২১ তম সদর মহকুমা সন্মেলন

cpimদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ ডিসেম্বর ।। নতুন বছরের শুরুতেই CPI(M)-র কেন্দ্রীয় অনুষ্ঠান হতে যাচ্ছে রাজ্যের সংঘটনকে শক্তিশালী করতে গোটা রাজ্যে দলীয় কর্মসূচী পালা করে সংঘটিত হচ্ছে। CPI(M)-র ২১ তম সদর মহকুমা সন্মেলন ৩০-৩১ ডিসেম্বর আয়োজিত হচ্ছে। আগরতলা কৃষ্ণনগরস্থিত দশরথদেব উপজাতি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। মানুষের সঙ্গে যোগাযোগ মসৃণ করতে CPI(M)-র তরফে দলীয় কর্মপদ্ধতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সদর মহকুমার এলাকা বিন্যাস হয়েছে। দশরথদেব উপজাতি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে CPI(M)-র বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন ২১ তম সদর মহকুমা সন্মেলনে। CPI(M)-র ২১ তম সদর মহকুমা সন্মেলনে রাজ্যের সার্বিক পরিস্থিতির বিবেচনার দলের অবস্থানই মুখ্য বিষয় হয়ে উঠবে বলাই বাহুল্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*