দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ ডিসেম্বর ।। জেনারেশন গ্যাপ নাকি কালের বিবর্তন – সেই হিসেবের দায়িত্ব “নিউজ আপডেট অফ ত্রিপুরা ডট কম”-এর শ্রদ্ধেয় পাঠকবর্গের। বলছি ‘শিয়রে কড়া নাড়তে থাকা ইংরেজী শুভ নববর্ষের কথা’। বাংলা শুভ নববর্ষ কবে আসে কবে যায় তা একেবারে বিস্মৃতির তলানিতে না ঠেকলেও আয়োজনের বিন্যাসে কোনমতেই ইংরেজী হ্যাপি নিউ ইয়ারের সঙ্গে তুলনীয় নয়। দিনে রাতের অঙ্কে মাত্র কয়েক ঘন্টা – তার পরেই আসছে নতুন বছর, নতুন সাল, ইংরেজী নববর্ষ কে স্বাগত জানাবে গোটা পৃথিবী। নতুন বছরকে নবীন প্রজন্ম স্বাগত জানাবে আনন্দ উচ্ছাসে, শহরের গ্রিটিংস কার্ড বিক্রির দোকানে এসে গেছে নতুন কার্ড – ২০১৪ শেষ লগ্নে ভীড় বাড়ছে গ্রিটিংস শোরুমে। ২০১৫ তে এই গ্রিটিংস দিয়ে কেউ বন্ধুতের শুরু করবে – আবার কেউ কাছের মানুষকে গ্রিটিংস দিয়ে বলবে – ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’।