বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। বছরের শেষ দিনে ২০১৪ সালকে ঘুরে দেখাচ্ছে গুগল। আজ গুগল ডুডলে বার্ড অ্যানিমেশনের মাধ্যমে সংক্ষেপে ২০১৪ সালের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ফিরে দেখানোর মাধ্যমে বিদায় জানাচ্ছে গুগল। বিশ্বকাপ ফুটবল, রোসেটা মিশন, আইস বাকেট চ্যালেঞ্জের মত বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিই আজ ডুডলের অ্যানিমেশনে ঠাঁই পেয়েছে। অ্যানিমেশনের মাধ্যমে ২০১৪-কে বিদায় জানানোর কায়দাটা বেশ অভিনব।
সারা বছর ধরেই ডুডলের মাধ্যমে গুগল মানুষকে চমকে গেল। বছরের বিভিন্ন দিনে বিভিন্নভাবে পালন করে ডুডলিং করল গুগল। বছর শেষেও সেই চমক অব্যাহত থাকল। এখন দেখার আগামী বছর নতুন কী চমক দেয় গুগল ডুডল। -জি নিউজ।