এক নজরে বলিউডে বিচ্ছেদের ২০১৪

শুরু হয়ে গেছে বছর শেষের কাউন্ট ডাউন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আসতে নতুন বছর। আর তার আগে ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক।
দেখে নেওয়া যাক বলিউডের বিগ বিচ্ছেদগুলি।এই বছরে কাদের দীর্ঘ বিবাহিত জীবনে পড়ল ডিভোর্সের শীলমোহর,কারাই বা জুটি ভেঙে নিজেদের বন্ধুত্বের বাঁধনে জড়াতে চাইছেন।
দেখে নিন এক ঝলকে…

rittik-sujana-311x186হৃত্বিক রোশন-সুজান খান : প্রথমে প্রেম তারপর বিয়ে। এই দু’জনের যে ডিভোর্স হতে পারে কোনজোদিন তা স্বপ্নেও কেউ ভাবেনি। ১৩ বছর একসাথে থাকার পর এই বছর আলাদা হয়ে গিয়েছেন হৃত্বিক-সুজান। কিছুদিন আগে অফিশিয়ালি ডিভোর্স হয়ে যায় ওঁদের।

apzsRthবিপাশা বসু- হরমান বাবেজা : জন আব্রাহামের সাথে সম্পর্কের ইতি টানার পর, বিপাশা বেশ কদিন ধরে হারমানের সাথে প্রেম করছিলেন। এই সম্পর্কের কথা তিনি নিজে টুইট করে সবাইকে জানিয়েছিলেন। এমনকি কয়েকমাস আগে হারমানের সাথে বিপাশার বিয়ের কথাও শোনা যাচ্ছিল।
কিন্তু কিছুদিন আগে ব্রেকআপ হয়ে যায় এই যুগলের। সম্পর্ক থেকে বেড়িয়ে এখন তাঁরা শুধু বন্ধু হয়ে থাকতে চান।

করণ সিং গ্রোভার জেনিফার উইগনেট : বিপাশা আর হরমানের ব্রেক আপের পর শোনা গেল বিপাশার নতুন ছবি অ্যালোন এর সহ অভিনেতা করণ সিং গ্রোভার আর ওঁর স্ত্রী জেনিফারের ডিভোর্সের কথা করণ এবং জেনিফার দুজনেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা।
শোনা যাচ্ছে অ্যালোন করতে গিয়ে বিপাশা আর করণ নাকি একটু বেশিই মাখামাখি করেছেন তার ফল এই ডিভোর্স। করণ টুইটারে প্রথম তাঁদের ডিভোর্সের কথা জানান সবাইকে।

uMff4FFপূজা ভাট -মনীশ মুখিজা : কিছুদিন আগে পূজা ভাট টুইটারে জানান যে উনি এবং তাঁর হাবি মনীশ আলাদা হয়ে যাচ্ছেন। পূজা এবং মনীশ ১১ বছর বিবাহিত ছিলেন। যদিও ঠিক কী কারণে ওঁরা ডিভোর্স করছেন তা জানা যায়নি।

ফ্রিডা পিন্টো- দেব প্যাটেল : স্লাম ডগ মিলিওনেয়ার করতে গিয়ে প্রেমে পড়েন ফ্রিডা এবং দেব। দীর্ঘ ৬ বছর এক সাথে থাকার সম্প্রতি এদেরো ব্রেক আপ হয়ে গেল।

14Fuw8Sপ্রিয়দর্শন-লিসি : দক্ষিণী ও বলিউডি ছবির পরিচালক প্রিয়দর্শন। কিছুদিন হল দীর্ঘ ২৪ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটাতে আদালতে হাজির হয়েছেন তিনি ও তাঁর স্ত্রী লিসি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*