দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৬ আগষ্ট ।। স্কটল্যান্ডের গ্লাসগোতে দেশের হয়ে মহিলা জিমন্যাস্টিকসে ইতিহাস সৃষ্টি করেই ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারের স্বপ্ন পূরন হয়নি। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে দীপার প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী বলেছেন এশিয়ান গেমসে সোনার পদক পেতে জান লড়িয়ে দেবে দীপা।
এশিয়ান গেমসের প্রস্তুতিতে দীপা ৭ই আগষ্ট দিল্লীর উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করছে। দুজনেই রাজ্যের মানুষের আশীর্বাদ চেয়েছেন সাফল্যের জন্য।
[ফাইল ছবি]