২০১৪ সালের সেরা ৭ ভারতীয় বাংলা সিনেমা

tolyতারায়-তারায় ডেস্ক ।। বছরভর অসংখ্য ভারতীয় বাংলা সিনেমা মুক্তি পেয়েছে৷ তার মধ্যে কোনওটা এক্সপেরিমেন্টাল, তো কোনওটি হার্ডকোর কমার্শিয়াল, তো কোনও ছবি আবার দুটোরই দুর্দান্ত মিশেল৷বক্স অফিসে সাফল্য কিংবা সমালোচকদের ভূয়সী প্রশংসায় সেরা ছবিগুলির দিকে নজর ফেরাব আমরা৷ নজর ফেরাব আমরা৷

১. জাতিস্মর : সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র রিমেক৷শুরুতে ছবি নিয়ে প্রচুর জল্পনা হলেও মুক্তি পাওয়ার পর ব্যপক জনপ্রিয়তা পায়৷প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত অভিনীত ছবিটি এই বছরের জাতীয় পুরস্কারের মঞ্চ থেকে চারটি পুরস্কার আদায় করে৷সেই সঙ্গে বক্স অফিসেও ভালো ফল করেছিল জাতিস্মর৷

২. অরুন্ধতী : সুজিত মন্ডল পরিচালিত ছবিটি হার্ডকোর কমার্শিয়াল ছবি৷হিট তেলুগু ছবি ‘অরুন্ধতী’র রিমেক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক৷অনুষ্কা শেট্টিকে দর্শকরা রানি অরুন্ধতীর চরিত্রে যতটা গ্রহণ করেছিলেন কোয়েলকে বাংলায় তার থেকে বেশি বই কম পছন্দ করেননি৷এই প্রথম একটি পিরিওডিক্যাল ছবিতে কোয়েলও দর্শকদের মুগ্ধ করতে পেরেছিলেন৷বক্স অফিসে অবশ্য অরুন্ধতী তেমন ফল করতে পারেনি৷

৩. অপুর পাঁচালী : কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালিত ‘পথের পাঁচালী’র সূত্র ধরেই এই ছবির সূত্রপাত৷পথের পাঁচালীর অপুর ভূমিকায় শিশুশিল্পী সুবীর বন্দ্যোপাধ্যায়ের কথাই এই ছবির গল্প৷মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পার্নো মিত্র৷ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়ার আগে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়৷ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় সেরা পরিচালক নির্বাচিত হন তিনি৷

৪. বাড়ি তার বাংলা : রংগন চক্রবর্তী পরিচালিত এই ছবিটি দর্শকমহল এবং সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া আদায় করেছিল৷কিন্তু এই ছবিতে বাংলা সিনেমার অন্যতম প্রতিভাবান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে ছোট বাচ্চার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল৷কখনও স্কুলের পোশাক পরে তো কখনও চোখে কাজল ও মাথায় ঝুঁটি করে ছোট্ট খোকা সেজেছিলেন তিনি যা এককথায় অনবদ্য৷

৫. চতুষ্কোণ : সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি বছরের বহু প্রতীক্ষিত ছবি৷বক্স অফিসে ৭৫ দিন পেরিয়েছে সিনেমাটি৷ছবি হিট৷ছবির গান তার চেয়েও বেশি হিট৷অনুপম রায়ের ম্যাজিক অব্যাহত৷অপর্ণা সেন, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, পরম্রত, পায়েল, ইন্দ্রাশিসসহ মালটিস্টারার ছবি চতুষ্কোণ৷

৬. বচ্চন : রাজা চন্দের এই অ্যাকশন কমেডি থ্রিলারটি আক্ষরিক অর্থেই এই বছরের বক্স অফিসে হিট ছবি৷জিৎ ও অয়েন্দ্রিতার জুটিতে এই ছবির গানও দারুণ হিট হয়৷সিনেমার নায়ক এক বচ্চনপ্রেমী অনুরাগী৷

৭. খাদ : কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা আদায় করে নেয়৷২ ঘণ্টা ২০ মিনিটের এই ছবিটিতেও আট দশজন অভিনেতা-অভিনেত্রী কাজ করেছিলেন, যেখানে তারা সবাই গুরুত্বপূর্ণ চরিত্র৷পল্লবী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মিমি চক্রবর্তী, গার্গী রায়চৌধুরি, কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে উল্লেখযোগ্য অভিনয় করেন৷ 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*