জাতীয়, স্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক, ২০ মে ৷। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে বসছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধন। জানা যায়, আগামী ২২শে মে তিনি দায়িত্ব হাতে তুলে নেবেন। উল্লেখ্য, ৩৪টি দেশের সদস্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডে প্রতিটি দেশের স্বাস্থ্য অধিকর্তা বা মন্ত্রীরা প্রতিনিধি হয়ে থাকেন। গত বছর স্থির হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার পক্ষ থেকে ভারত থেকে এবার চেয়ারম্যানের পদ পাবে। বর্তমানে জাপানের ড: হিরোকি নাকাতানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন।