আন্তর্জাতিক ডেস্ক ।। দুনিয়া নাকি উল্টে গেছে! মানুষ বা পশু-পাখি মারা গেলে কবর দেয়ার কথা সবাই জানে, কিন্তু এবার জানা গেল গাড়ি কবর দেয়ার কথা।
তবে গাড়িকে কিন্তু মাটি দিয়ে কবর দেওয়া হয়নি, দেওয়া হয় লবণ দিয়ে। গত মঙ্গলবারউদ্ভুত এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে শিকাগোতে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি লবণ ফ্যাক্টরির দেয়াল হঠাৎ করে ধসে পড়ে। আর এতে ওই দেয়ালের পাশে পার্ক করানো সব গাড়ি লবণের নীচে পড়ে। লবণের নীচে চাপা পড়ার ঘটনাকে ‘গাড়ির কবর’ বলে উল্লেখ করা হচ্ছে।
শিকাগোর বিখ্যাত একশ বছরের পুরানো লবণ ফ্যাক্টরি মর্টন সল্ট ইনকর্পোরেশনে এ ঘটনা ঘটে।
ফ্যাক্টরির মুখপাত্র ডেনিস লোয়ার জানিয়েছেন, গত মঙ্গলবার বিকালে ফ্যাক্টরির দেয়ালটি ধসে পড়ে। এর ফলে পাশের গাড়িসহ প্রতিবেশির সম্পদের ব্যাপক ক্ষতি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।