নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট ।। বুধবার সকালে রাজধানির দুর্গা চৌমুহনী বাজারের ঢিল ছোড়া দূরে ঘটে গেল আরেকটি কলঙ্কময় ঘটনা। অটো চালকদের হাতে মার খেল নিরীহ টম টম চালকরা। লাঠি, রড নিয়ে অটো চালকরা চড়াও হয় টম টম চালকদের উপর। একজন টম টম চালকের মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। কয়েকজন টম টম চালককে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা স্থল থেকে জানা গেছে, অটো চালক ও টম টম চালকদের এই হাতাহাতির ঘটনার নিরব দর্শক এর ভুমিকা পালন করেছে দুর্গা চৌমুহনী থানার পুলিশ। ঘটনায় দিন দিন পুলিশের উপর থেকে আস্থা উঠে যাচ্ছে সাধারন মানুষের।
[ফাইল ছবি]