জাতীয় ডেস্ক ।। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ডেটা অনুযায়ী বিবিধ কারণে ২০১৪ সালে ভারতে মারা গেছে ৬৪টি বাঘ। রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে বাঘের মৃত্যুর সংখ্যা সর্বাধিক। tigernet.nic.in অনুযায়ী গত বছর তামিলনাড়ুতে মারা গেছে ১৫টি বাঘ, মধ্যপ্রদেশে মারা গেছে ১৪টি।
মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিসার্ভে ৭টি বাঘ মারা গেছে। কানহাতে মারা গেছে ৪টি। গত কয়েক বছর মধ্যপ্রদেশ বাঘ সংরক্ষণে বিশেষ নজর দিয়েছে। এই মুহূর্তে ভারতে সব থকে বেশি সংখ্যক বাঘ রয়েছে কর্ণাটকে।
২০১০ সালের বাঘ সুমারিতে দেখা গিয়েছিল ২০০৬ সাল থেকে ৪ বছরে সেখানে বাঘের সংখ্যা ৪৩টি কমেছে। ওই সুমারিতেই দেখা গিয়েছিল ২০০৬-এর তুলনায় কর্ণাটকে বাঘের সংখ্যা ১০টি বেড়ে হয়েছিল ৩০০।
২০১৪ সালে কর্ণাটকে মারা গেছে ৬টি বাঘ। উত্তরাখণ্ডে ৮টি বাঘ ও অসম ও মহারাষ্ট্রে ৬টি করে বাঘ মারা গেছে।
৬৪টি বাঘের মৃত্যুর মধ্যে ৪টি বাঘ নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে, ২টি মরেছে পুলিসের গুলিতে, একজন মারা গেছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে, অপর জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকি ৫৬টি বাঘের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।
২০১০ সালের শেষ বাঘ সুমারি অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা ছিল ১,৭০৬। ২০১৪ সালের সুমারির রিপোর্ট এখনও প্রকাশিত হয়েনি।