আগরতলা, ১লা জানুয়ারি ।। বৃহস্পতিবার থেকে আগরতলার পূর্বাশা অফিস প্রাঙ্গনে ১৫ দিন ব্যাপি শুরু হয়েছে ‘জাতীয় হস্ত তাঁত বস্ত্র মেলা-২০১৫’, চলবে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত। এই মেলায় মোট ৬৫টি ষ্টল রয়েছে। জাতীয় হস্ত তাঁত বস্ত্র মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা ৩০মিনিট পর্যন্ত খোলা থাকবে। প্রদীপ জ্বালিয়ে এই বস্ত্র মেলার উদ্ধোধন করেন হস্ততাঁত, হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী।