২০১৫-এ বলিউড কাঁপাতে আসছে যে ১০টি মুভি

blyতারায়-তারায় ডেস্ক ।। বলিউডের ক্যালেন্ডার পাতায় ২০১৪ টি বেশ ভাল কেটেছে প্রযোজকদের। যাকে বলে একেবারে লক্ষ্মীর প্রাপ্তিযোগ। ‘কিক’ থেকে শুরু করে ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং শেষে আমিরের ‘পিকে’ এন্ট্রি করেছে ২০০ কোটির ক্লাবে। কিন্তু ২০১৫ টা কেমন যাবে বলিউডে? আসুন চোখ রাখা যাক ২০১৫-এর বলিউডের আপকামিং ১০টি মুভি লিস্টের দিকে।

১) ফ্যান:২০১৪-এ শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’-মাতিয়েছে দর্শকদের।তাই ২০১৫ তে আমাদের লিস্টে প্রথমেই থাকল এবছর বাদশার আপকামিং ছবি ‘ফ্যান’। এই ছবিতে কিং খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এখানে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন ইলিয়েনা ডিক্রুজ। পরিচালক: মনীষ শর্মা। মুক্তির দিন: ১৪ অাগস্ট ২০১৫।

২) প্রেম রতন ধন পায়ো: প্রায় ১৫ বছর পর আবার এই ছবিতে ফিরবে একসঙ্গে সালমান খান ও পরিচালক সূরজ আর বার্জাত্যা জুটি। ২০১৪-তে বক্স অফিসে সবথেকে বেশি ব্যবসা করেছে সালমানের সিনেমা ‘কিক’। তাই এই বছরটিতে সল্লুকে নিয়ে প্রযোজকদের আশা প্রবল। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনম কাপুর। পরিচালক:সূরজ আর বার্জাত্যা। মুক্তির দিন: ১১ নভেম্বর ২০১৫।

৩) বেবি: ২০১৪ টা ততটা ভালোই কাটেনি বলিউডের খিলাড়ির। অনেকগুলি ছবি মুক্তি পেলেও মাত্র একটি ছবি ‘হলিডে’ এই বছর বক্স অফিস হিট করেছে। তাই নতুন বছরে অক্ষয়কে নিয়ে দর্শক-প্রযোজক দুপক্ষের আশাই তুঙ্গে। নতুন বছর মুক্তি পাচ্ছে তার ছবি ‘বেবি’। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণে সুন্দরী তনুশ্রী। পরিচালক: নীরজ পান্ডে। মুক্তির দিন: ২৩ জানু্য়ারী ২০১৫।

৪) বাজিরাও মস্তানি: পেশোয়ার রাজা বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রী মস্তানির প্রেমকাহিনি নিয়ে ‘বাজিরাও মস্তানি’।এই ছবিতে ‘বাজিরাও’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং এবং ‘মস্তানি’র ভূমিকায় দিপীকা পাড়ুকোনকে। এছাড়া এই ছবিতে ‘বাজিরাও’-এর প্রথম স্ত্রী কাশীবাই এর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। পরিচালক: সঞ্জয় লীলা বানশালি। মুক্তির দিন: ২৫ ডিসেম্বর ২০১৫।

৫) বম্বে ভেলভেট: ২০১৫-তো যে সিনেমার জন্য সকলেই অপেক্ষায় তা হল- ‘বোম্বে ভেলভেট’। এই ছবিতে প্রথমবার জুটিতে দেখা যাবে বলিউডের রকস্টার রণবীর কাপুর ও অনুষ্কা শর্মাকে। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন পরিচালক করণ জোহার। পরিচালক: অনুরাগ কশ্যপ। মুক্তির দিন: ১৫ মে ২০১৫।

৬) বজরাঙ্গী ভাইজান: এক মুসলিম ছেলে ও এক হিন্দু মেয়ের প্রেমকাহিনি নিয়ে গল্প ‘বজরাঙ্গী ভাইজান’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও করিনা কাপুর। পরিচালক: কবীর খান। মুক্তির দিন: ১৭ জুলাই ২০১৫।

৭) জাগ্গা জাসুস: হলি-টলি-বলি তে এখন জোয়ার চলছে গোয়েন্দা গল্পের।তাই ‘ববি জাসুস’ পর এবার বলিউডে আসতে চলেছে ‘জাগ্গা জাসুস’। এই ছবিতে জাগ্গা জাসুসের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং তার অ্যাসিস্ট্যান্টের চরিত্রে ক্যাটরিনা। পরিচালক: অনুরাগ বাসু। মুক্তির দিন: ২৮ অাগস্ট ২০১৫।

৮) শমিতাভ: অমিতাভ প্রেমীরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন এই ছবিটির জন্য। তাঁদের জন্য সুখবর আছে নতুন বছরের প্রথম দিকেই মুক্তি পেতে চলেছে ‘শমিতাভ’। এই ছবিতে অমিতাভ ছাড়াও দেখা যাবে ধনুষকে।
পরিচালক: আর বাল্কি, মুক্তির দিন: ৬ ফ্রেবুয়ারী ২০১৫।

৯) অ্যালোন: এই শীতে হাড়ে একটু বেশি কাঁপুনি ধরাতে নতুন বছরের শুরুতেই আসছে হরর ও সেক্সের ককটেলে তৈরি ‘অ্যালোন’। এই ছবিতে আছেন বলিউডের হটি বিপাশা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়ক করণ গ্রোভার। পরিচালক: ভূষণ প্যাটেল। মুক্তির দিন: ১৬ জানুয়ারী ২০১৫।

১০) পিকু: বাবা মেয়ের গল্প নিয়ে ‘পিকু’। এই ছবিতে বাবর চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও মেয়ের চরিত্রে দীপিকা পাডুকোন। এছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইরফান খানকে। পরিচালক: সুজির সরকার, মুক্তির দিন: ৩০ এপ্রিল ২০১৫।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*