ওবামার জন্য উপহারের ডালি সাজাচ্ছে ভারত

mdজাতীয় ডেস্ক ।। বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্টের জন্য উপহারের ডালি সাজাচ্ছে ভারত, যার শীর্ষস্থানে থাকছে মাইসোর সিল্কের শাল। এ তথ্য জানিয়েছে একটি গণমাধ্যম।
ভারতের ৫৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দ্বিতীয়বার দিল্লি আসছেন বারাক ওবামা৷রাষ্ট্রীয় কুচকাওয়াজে তার হাতে হালকা সাদা রঙের এই শাল হাতে তুলে দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দু’মাস আগে এই শাল উপহার নিয়েই সরস আলোচনায় মশগুল হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতি। গত নভেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি শাল চীনের প্রেসিডেন্টের স্ত্রী অর্থাৎ
সেদেশের ফার্স্ট লেডি পেংগ লিউয়ানের গায়ে জড়িয়ে দেন।
সেই ছবি ভাইরাসের মতো সোশ্যাল সাইটগুলোতে ছড়িয়ে পড়ে। রমণীরঞ্জন পুতিন বলে ঠাট্টা-ইয়ারকি ছড়িয়ে পড়ে ফেসবুক-ট্যুইটারে৷
তবে সাধারণতন্ত্র দিবাসের পর কি এদেশও শাল-রাজনীতিতে
সরগরম হবে? অবশ্য এবার শাল-সৌহার্দ্যের মাঝে কোনো নারী নেই বলে রক্ষা!
এর মধ্যেই রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে কর্ণাটক সিল্ক কর্পোরেশনের কাছে ৫০টি মাইসোর সিল্কে তৈরি শালের অর্ডার
দেয়া হয়েছে। ওবামার পাশাপাশি অন্য বিদেশি অতিথিদেরও উপহার দেয়া হবে।
কর্ণাটক সিল্ক কর্পোরেশনের জেনারেল ম্যানেজার সদানন্দ গৌড়া জানান, শালের অর্ডার পেয়ে আমরা খুশি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*