লাদাখ সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক, ছিলেন দেশের ২০টি দলের প্রধানরা

image-317593-1592584408জাতীয় ডেস্ক, দিল্লী, ১৯ জুন ৷। সম্প্রতি ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্তের গলওয়ান উপত্যকায় সামরিক তৎপরতা নিয়ে সর্বদলীয় বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হয় সর্বদলীয় বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপির তরফ থেকে সভাপতি জগৎপ্রকাশ নড্ডা এবং কংগ্রেসের তরফে সভানেত্রী সনিয়া গাঁন্ধী ছিলেন।
তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিয়েছেন দলের চেয়ারপার্সন তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার, ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সভাপতি নবীন পট্টনায়ক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পওয়ার, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনেরও এই বৈঠকে যোগ দেয়। আমন্ত্রণ পেয়েছেন সিপিআই-এর ডি রাজা, সিপিএমের সীতারাম ইয়েচুরিও। সব মিলিয়ে এদিন ২০টি দল সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন। লাদাখের পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজেই ব্যাখ্যা করেন দলগুলির সামনে।
চীনকে যোগ্য জবাব দেওয়ার প্রশ্নে সরকারকে পূর্ণ সমর্থন জোগানোর বার্তা দিয়েছেন তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। একনায়কতান্ত্রিক চীনের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সবাইকে এক হতে হবে, মন্তব্য তাঁর। বামেরা অবশ্য আমেরিকার জোটে যোগ না দেওয়ার এবং পঞ্চশীল নীতি না ভোলার পরামর্শ দিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*