দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২ জানুয়ারী ।। আগরতলা পুর নিগম শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে। কিছুদিন আগে মেলারমাঠস্থিত পুকুরের পাড়ে আলোকসজ্জা করেছিল, এবার আলোকসজ্জায় সজ্জিত করা হল ডিম সাগরকে। ইতি মধ্যেই শহরের রাজপথে লাগানো শুরু হয়েছে বিদ্যুৎ অপচয় রুখতে LED লাইট । শুক্রবার শহরের ডিম সাগরকে আলোকসজ্জায় নতুন রুপ দেওয়ার অনুষ্ঠানে মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা জানিয়েছেন, আরো বেশ কিছু পরিকল্পনা গ্রহন করেছে আগরতলা পুর নিগম আগরতলার সোন্দর্য বৃদ্ধিতে। দুই কোটি ৮২ লক্ষ টাকার বেশী খরচ করা হয়েছে ডিম সাগরে। নিগমের ভোটের প্রাক্কালে এই উপহারে খুশী এলাকার মানুষ।