একেই বলে ‘বাপ কা বেটা’। মাত্র দেড় বছর বয়সে জনপ্রিয়তা বাবার থেকে কোন অংশে কম নয় সে। ইদনীং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জনপ্রিয়তার শিখরে রয়েছে বাদশার ছোট্ট ছেলে আব্রাহম।
তাইতো এতদিনে শাহরুখ যতবার আব্রামের কোনো ছবি পোস্ট করেছেন‚ তা ভাইরাল হয়ে গেছে।
এর থেকেই বোঝা যায় খুদে আব্রাম কীরকম জনপ্রিয়। আর ছেলের এই জনপ্রিয়তা দেখে শাহরুখ খান নাকি খুব তাড়াতাড়ি তাঁর ছেলে আব্রামের নামে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে চলেছেন।
ইতিমধ্যেই ছোট্ট আব্রাম হ্যাপি নিউ ইয়ার ছবিতে ডেব্যু করে ফেলেছে। এমনকী‚ ২০১৪-র সব থেকে পপুলার সেলিব্রিটি কিড হয়েছে খুদে আব্রাম।