স্পোর্টস ডেস্ক ।। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একদিকে নিজের পারফর্ম অন্যদিকে বিবিধ কারণে মহাব্যস্ত। সময়টা তার ব্যক্তিগত ভাবে ভালই চলছে। চলতি অস্ট্রেলিয়া সিরিজে দল যতই নাকানি চোবানি খাক না কেন তিন টেস্টে তার ৪৯৯ রান করা হয়ে গেছে। যা এখনো চলমান সিরিজে শীর্ষে রয়েছে। ৩ টেস্ট সেঞ্চুরি এসেছে এ তিন টেস্ট থেকে। রয়েছে একটি হাফ সেঞ্চুরিও।
ধোনির হঠাৎ অবসরে মিলেছে টেস্ট দলে পাকাপাকি অধিনায়কত্বের সুযোগও। ভাল-খারাপ সব কারণেই মিডিয়ার ক্যামেরা সর্বক্ষণ এই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের মহাতারকার পিছনে ঘুরে বেরায়। ক্রিকেট থেকে প্রেম,খবরের শিরোনামে তিনি থাকবেনই। আরও একবার বিরাট হইচই শুরু হল মেন ইন ব্লু-এর নয়া ক্যাপ্টেনকে নিয়ে। তবে একে বারে ভিন্ন এক কারণে।
টুইটারে ল্যান্ডমার্ক তৈরি করলেন কোহলি। শুনতে যতই তুচ্ছ লাগুক না কেন,ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে টুইটারে বিরাট কোহলির ফলোয়ারের সংখ্যা সর্বাধিক। এই মুহূর্তে ৫০ লক্ষ ৫ হাজার ৭২ জন টুইপল কোহলির অ্যাকাউন্টে সব সময় উঁকিঝুকি মারছেন।
এই লেখা প্রকাশিত হওয়ার মধ্যেই হয়ত বেড়ে গেছে সংখ্যাটা। ১৫দিনের মধ্যেই ফলোয়ারের সংখ্যায় তিনি টপকে গেছেন শচীন টেন্ডুলকরকে (৪৯ লক্ষ ১০ হাজার ফলোয়ার) ও মহেন্দ্র সিং ধোনিতে (৩০ লক্ষ ৩৭ হাজার)। কোহলি টুইটারে বেশ অ্যাকটিভ। যত দিন যাচ্ছে ফলোয়ারদের চুম্বকের মত অ্যাকর্ষণ করছেন তিনি।
বিরাট কোহলি যেভাবে খেলছেন তাতে হয়তো শচীন টেন্ডুলকারকে ছপিয়ে যাওয়া সম্ভব হলে তার পক্ষেই সম্ভব হতে পারে।