ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী ১৬২ যাত্রী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়ার কিউ জেড ৮৫০১ বিমানটির ধ্বংসাবশেষ ও আরো মৃতদেহের সন্ধানে সমুদ্রে অনুসন্ধান অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা।
এ পর্যন্ত সমুদ্র থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
শুক্রবার ৩০টি মৃতদেহ উদ্ধারের কথা জানায় ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। হেলিকপ্টারের সাহায্যে জাভা সাগরের প্রায় দেড় হাজার নটিক্যাল মাইল এলাকা জুড়ে অনুসন্ধান কাজ চালানো হচ্ছে বলে জানায় তারা। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় তারা।
সমুদ্র থেকে উদ্ধার করা কয়েকটি বস্তু নিখোঁজ বিমানটির এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও এখনো কোন স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত হতে পারেনি অনুসন্ধানকারীরা।
গত রোববার ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৬২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় এয়ার এশিয়ার ফ্লাইট।