নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৬ আগষ্ট ।। বুধবার সোনামুড়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করা হয়। দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইন মন্ত্রী তপন চক্রবর্তী।
স্বাগত ভাষণ রাখতে গিয়ে আইন সচিব দাতামোহন জমাতিয়া বলেন, নতুন এই আদালত ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। নতুন এই ভবনটি নির্মাণের ফলে সোনামুড়ায় আইন পরিষেবা আরো সহজ হয়ে গেল। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সোনামুড়ায় নতুন আদালত ভবনটি থেকে প্রত্যেক মানুষ সঠিক ভাবে আইন পরিষেবা পাবেন। তিনি বলেন, বিচারালয় সমাজে সুস্থিতি ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সোনামুড়ায় এই আদালত চত্বরটি যেমন মডেল বিল্ডিং তেমনি আগামীদিনে এই আদালত বিচার পরিষেবা প্রদানেও রাজ্যে এক মডেল হিসাবে পরিগণিত হবে। রাজ্যের গরীব খেটে খাওয়া মানুষ যাতে সহজে বিচার পরিষেবা পান তার জন্য রাজ্যের বিচারক মন্ডলীর উদার দৃষ্টিভঙ্গির প্রতি তিনি আহ্বান রাখেন।
তাছাড়া, প্রধান অতিথি তথা ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা বলেন, ‘বেঞ্চ’ ও ‘বার’ হল আইন পরিষেবার দুইটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই দুইয়ের সম্মিলিত সহযোগীতায় কোন মামলার স্বচ্ছ নিষ্পত্তি সম্ভব। আইনমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার আইন পরিষেবাকে মানুষের সবচেয়ে কাছাকাছি নেওয়ার জন্য সচেষ্ট। রাজ্য সরকারের পরিপ্রেক্ষিত পরিকল্পনায় সুষ্ঠু আইন পরিষেবা প্রদান বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে। তিনি বলেন, আগামীদিনে রাজ্যে একটি জুডিশিয়াল একাডেমী ও একটি ল ট্রেনিং ইন্সটিটিউশন খোলার উদ্যোগ রয়েছে। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি সুভাষ শিকদার ও সোনামুড়া বার এসোসিয়েশনের সভাপতি মানিক সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী।
ছবি : আব্দুল সত্তার।