আত্মতুষ্টি নয়, সজাগ থাকুন কর্মসম্পাদনে – বললেন মূখ্যমন্ত্রী পুলিশ মাঠে

manikদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ জানুয়ারী ।। ১ জানুয়ারী থেকে পুলিশ সপ্তাহ উদযাপন শুরু হলেও শনিবার অরুন্ধুতিনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। পুলিশ প্যারেড, রক্তদান শিবির, আরক্ষা কর্মীর সন্তানদের স্কলারশিপ, উৎকৃষ্ট কর্ম প্রদর্শনের জন্য দেওয়া হয় পুরস্কার। পুলিশ সপ্তাহ উদযাপনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক Police Parade- (26)সরকার, পুলিশ গ্রাউন্ডে কুচকাওয়াজে সেলামী গ্রহন করেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী তাঁর ভাষনে পুলিশি ভূমিকার প্রশংসার পাশাপাশি আত্মতুষ্টি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেন, সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা থেকে বর্তমান প্রেক্ষাপট সহ নানা বিষয়ে আলোকপাত করেন।
পুলিশ গ্রাউন্ডে TSR-র বিভিন্ন ব্যাটালিয়ানের সদস্যরা, পশ্চিম জেলা পুলিশের মহিলা ও পুরুষ দল সহ ট্রাফিক এবং গৃহরক্ষী বাহিনীর জওয়ানরা সুদৃশ্য প্যারেডে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারীকরা। পুলিশ গ্রাউন্ডে প্যারেড চাক্ষুষ করতে উপস্থিত ছিলেন প্রচুর উৎসাহী দর্শক।
Police Parade- (4)অনুষ্ঠানে TSR দ্বাদশ ব্যাটালিয়ানকে দেয়া হয় সর্বোৎকৃষ্ট পুরস্কার, প্রয়াসের বিস্তৃতিতে বিশেষ ভূমিকার জন্য পুরস্কৃত হয় উনকোটি জেলা পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমাঃ বঙ্কিম দেবনাথ আদর্শ পুলিশ কর্মীর পুরস্কার, প্রয়াসে কর্মদক্ষতার সেরার পুরস্কার দেয়া হয় কৈলাশহরকে, একই ক্যাটাগরীতে সবচাইতে উন্নত পুলিশ স্টেশনের তকমা গেছে বিশ্রামগঞ্জে, তদন্তে দক্ষতার নিদর্শনে পুরস্কার পেয়েছেন উদয়পুর মহিলা থানার এস আই মাধবী দেববর্মা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*