দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ জানুয়ারী ।। শনিবার মেলারমাঠস্থিত এগিয়েচল সংঘে ২৭ তম শিশু মেলা শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। শিশুদের শোভাযাত্রা পোষ্টঅফিস চৌমুহনী হয়ে ফিরে আসে ক্লাব প্রাঙ্গনে। শিশুমেলার পতাকা উত্তোলন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মূখ্যমন্ত্রী, ক্লাবের পতাকা উত্তোলন হয় সভাপতি চন্দন ব্যানার্জীর হাত দিয়ে। রঙ্গিন বেলুন ও সাদা পায়রাও ওড়ানো হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করেন শিশু মেলার উদ্বোধক রাজ্যের মূখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা। মূখ্যমন্ত্রী তাঁর ভাষনে অভিভাবকদের প্রতিযোগীতার মানসিকতার পাশাপাশি মনুষ্যত্বের মন্ত্রের গুরুত্বের উপর বিশেষ ভাবে নজর দেয়ার আহ্বান জানান। শৈশব, কৈশোরে শিশুর মনে ভাই বোনের সম্পর্কে মেয়ে সন্তানের প্রতি সন্মান শ্রদ্ধা শেখানোর কথা বলেন মূখ্যমন্ত্রী। ভাষন দিয়েছেন মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা, শিশু মেলার আহ্বায়ক দেবজীৎ দত্ত, সভাপতি চন্দন ব্যানার্জী।