শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকে স্বর্ণপদক দিয়েছে ভারত।
শনিবার মুম্বাইয়ে ১০২ তম ভারতীয় বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে ভারতের মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রী ও বিশিষ্ট বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড. ইউনূস ছাড়াও আরো চারজন নোবেল বিজয়ীকে এ পদক দেয়া হয়।
অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি পার্টিতে যোগ দেন ইউনূস।