ভারতের আকাশে আবারো দেখা মিলল উড়ন্ত সাপ। এর আগে ২০১৩ সালে উড়ন্ত সাপের দেখা গিয়েছিল অন্ধ্র প্রদেশের সিশাচলম জঙ্গলে।
ভারতীয় বন দপ্তরের কর্মকর্তা ও গবেষকরা জানিয়েছেন, এই সাপের জন্মস্থান শ্রীলঙ্কায়। উড়ন্ত সাপ মূলত শুষ্ক নিচু জমিতে দেখা যায় বলে জানিয়েছেন তারা। এই সাপের প্রজনন ও বংশ বিস্তারের জন্য শ্রীলঙ্কার আবহাওয়া উপযুক্ত।
অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার সিশাচলম রিজার্ভ ফরেস্টের আবহাওয়া শ্রীলঙ্কার মতো অনুকূল হওয়ায় দুর্লভ প্রজাতির এই সাপের দেখা পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। এর আগে চালামার জঙ্গলে ২০১৩ সালে এই উড়ন্ত সাপের দেখা পাওয়া গিয়েছিলো।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের সিশাচলম জঙ্গলে বিপুল জীববৈচিত্রের সন্ধান মিলতে পারে। অন্তত উড়ন্ত সাপের দেখা পাওয়া সেটাই প্রমাণ করে।
সম্প্রতি বনের কয়েকটি ক্যামেরায় উড়ন্ত সাপের বেশ কয়েকটি ছবি ধরা পড়েছে। অন্যান্য সরীসৃপের মতো উড়ন্ত সাপকে চিহ্নিত করা এতো সহজ নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।