ফের সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি

crtস্পোর্টস ডেস্ক ।। কয়েকদিন আগে ক্রিকেটের সবচেয়ে অভিজাত চেয়ারটি নিশ্চিত করেছেন কুমার সাঙ্গাকারা। ক্রিকেটে আর বেশি দিন নেই তিনি। ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ নিয়ে তার স্বপ্ন ও এর পরে তিনি কি করবেন। খেলার প্রথম দিনেই ২২১ রানে আল আউট হয়েছিল নিউজিল্যাণ্ড।
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনশেষে নিউজিল্যান্ডের চেয়ে ১১৩ রানে এগিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। জবাবে রবিবার লঙ্কানরা তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৩৫৬ রান। অতিথিদের এগিয়ে নিয়েছে দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যাট। রোববার যখন আউট হয়েছেন তখন তার নামের পাশে লেখা হয়েছে ২০৩ রান।
এটি তার একাদশতম টেস্ট ডাবল সেঞ্চুরি। টেস্টে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডটির মালিক কিংবদন্তী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তার ১২ টি টেস্ট ডাবল সেঞ্চুরি।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেছেন দিনেশ চান্দিমাল। এছাড়া সবাই লজ্জায় ডুবিয়েছেন দলকে। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ডাগ ব্রেসওয়েল ও জেমস নিসাম।
দ্বিতীয় ইনিংস শুরু করে দুই কিউই ওপেনার ধীরেসুস্থেই ব্যাটিং করেছেন। ২২ রান তুলে কোনো ধরনের অঘটনের স্বীকার না হয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।
উল্লেখ্য,কুমার সাঙ্গকারা ও মাহেল জয়বর্ধন ও পাকিস্তানের আফ্রিদি বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*