পাকিস্তানে এবার ফুটবল মাঠে বিস্ফোরণ। দেশের উত্তর পশ্চিমে কালায়ার কাড্ডা বাজারে ফুটবল ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণে অন্তত পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মাঝারি মাপের এই বিস্ফোরণে আহত হয়েছেন ১১ জন। মৃত পাঁচজনের মধ্যে তিনজন হলেন ফুটবলার। মৃত তিন ফুটবলারের নাম নাজিম আলি, ওয়াসিম, সারফারাজ আলি।
পাকিস্তানের এক রেডিও চ্যানেলে এই সম্প্রচার করে বলা হয়েছে মৃতদের মধ্যে কয়েকজন ফুটবলারও রয়েছে। টাইম বোমা ব্যবহার করা হয়েছে বলেও প্রাথমিক অনুমান পুলিসের। শিয়া অধ্যুষিত এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নতুন বছরে পাকিস্তানে এটাই প্রথম বিস্ফোরণ বলে জানিয়েছে পাকিস্তানের এই রেডিও চ্যানেল। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তথ্য – জি নিউজ।